Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জনবল

 

জনবল প্রকল্প

কি সেবা কিভাবে পাবেন

সেবা-১ঃ ব্রিজ/কালভার্ট মেরামত, রাস্তাঘাট মেরামত, গ্রোথ সেন্টার/হাটবাজার উন্নয়ন।

পদ্ধতিঃ উপজেলার অন্তর্গত সকল উপজেলা ও ইউনিয়ন সড়কের বাস্তব অবস্থা, যানবাহন চলাচলের সংখ্যা এবং সড়কের সেতু/কালভার্ট এর অবস্থা পর্যবেক্ষন করে উপজেলা ডাটাবেজ হালনাগাদ করে উপজেলা প্রকৌশলী জেলার  নিবার্হী প্রকৌশলীর কাযার্লয়ে প্রেরণ  করবে৷ র্নিবার্হী প্রকৌশলী তার আওতাধীন সকল উপজেলার ডাটাবেজ হালনাগাদ করে আঞ্চলিক তত্বাবধায়ক প্রকৌশলীর অফিসে প্রেরন করবে৷ ‍সদর দপ্তর রক্ষণাবেক্ষণ ইউনিট প্রাপ্ত হালনাগাদ ডাটাবেজের আলোকে সফটওয়্যারের সাহায্যে জেলাওয়ারী রক্ষণাবেক্ষণ চাহিদা নিরুপণ করবে এবং সাথে সাথে প্রাথমিক স্কীম তালিকা প্রণয়ন করবে। সংশ্লিষ্ঠ জেলার নিবার্হী প্রকৌশলীর  প্রাথমিক স্কীমগুলি উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সরেজমিনে যাচাই-বাছাই করে সম্ভাব্য প্রাক্কলন প্রণয়ন করবে৷ জেলা রক্ষণাবেক্ষণ কমিটি জেলার বার্ষিক বরাদ্দকৃত বাজেট অনুয়ায়ী স্কীম তালিকা চূড়ান্তকরতঃ বার্ষিক ক্রয় পরিকল্পনাতে অন্তর্ভূক্ত করে অনুমোদনের জন্য আঞ্চলিক তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নিকট প্রেরণ করবে-যা যাচাই বাছাই শেষে অনুমোদনের পর সংশ্লিষ্ট জেলার নিবার্হী প্রকৌশলী দরপত্র আহবান করে রক্ষণাবেক্ষণ নির্দেশিকার আলোকে রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করবে।

 

সেবা-২ঃব্রিজ/কালভার্ট নির্মাণ/পুননির্মাণ, ঘাট/জেটি নির্মাণ, ঘূর্ণিঝড়/বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ/পুননির্মাণ

পদ্ধতিঃ উপজেলার অন্তর্গত স্কীমসমুহ এর বাস্তব অবস্থা পযবের্ক্ষণ করে উপজেলা ডাটাবেজ হালনাগাদ করে এবং সংশ্লিষ্ঠ এম পি মহোদয়ের সুপারিশ ক্রমে উপজেলা প্রকৌশলী জেলার  নিবার্হী প্রকৌশলীর কাযার্লয়ে প্রেরণ  করবে৷ র্নিবার্হী প্রকৌশলী তার আওতাধীন সকল উপজেলার ডাটাবেজ হালনাগাদ করে প্রধান প্রকৌশলীর অফিসে প্রেরন করবে৷ প্রধান প্রকৌশলী স্কীমসমুহ যাচাই বাছাই ও হালনাগাদ করে এল জি আর ডি মন্ত্রনালয়ে প্রেরণকরবেন৷ মন্ত্রনালয়ে যাচাই বাছাই এর পর বাজেট বরাদ্দ অথবা বৈদেশিক সাহায্য অনুযায়ী প্রকল্পভূক্ত হবে। অনুমোদনক্রত স্কীমগুলি উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সরেজমিনে যাচাই-বাছাই করে সম্ভাব্য প্রাক্কলন প্রণয়ন করবে৷ প্রকল্প পরিচালকের অনুমোদনের পর সংশ্লিষ্ট জেলার নিবার্হী প্রকৌশলী দরপত্র আহবানকরে কাজ বাস্তবায়ন করবে।

 

সেবা-৩ঃ টিউবওয়েল স্থাপন, বৃক্ষরোপন কর্মসূচী।

পদ্ধতিঃ এডিপি, ১% ভূমিকর, হাটবাজার খাতসমুহ হতে বরাদ্দপ্রাপ্ত হয়ে সংশ্লিষ্ঠনীতিমালা আনুযায়ী বাস্তবায়ন করাহয়।